সাকিবের জায়গায় আমি চেয়ে ছিলাম রিয়াদকে: পাপন

সাকিবের জায়গায় আমি চেয়ে ছিলাম রিয়াদকে: পাপন

অনলাইন ডেস্ক

টেস্ট সিরিজ হারের জন্য কোচ ও অধিনায়কের কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  

স্পিন উইকেট, স্পিন উইকেট আর স্পিন উইকেট। আমাদের এতগুলো ভালো ভালো পেস বোলার থাকতে স্পিনিং উইকেট কেনো লাগবে।  

ঢাকা টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে এভাবেই গণমাধ্যমকে তার অনুভূতি জানালেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

দলের এই পারফরমেন্সে মোটেও সন্তুষ্ট নন নাজমুল হাসান পাপন।

তিনি বলেন সাকিব না থাকায় তার জায়গায় আমি রিয়াদকে চেয়েছি আর ওরা নিয়েছে সৌম্যকে। এছাড়াও বাংলাদেশের এই পারফরমেন্সে সবাইকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। সবাইকেই জবাবদিহি করতে হবে কেনো নতুন একটি দলের বিপক্ষে আমাদের হারতে হলো।

ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াটওয়াশ করলেও টেস্টে সিরিজে ঘটেছে উল্টো ঘটনা। প্রথম টেস্ট তিন উইকেটে আর দ্বিতীয় টেস্ট টাইগাররা হেরেছে মাত্র ১৭ রানে। দলের সিনিয়ররা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি এই সিরিজে।


বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত থাকার প্রমাণ আছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

সোয়া কোটি টাকা হাতিয়ে নেয়া তিন প্রতারক গ্রেপ্তার

কাজ দেয়ার কথা বলে গুদামে নিয়ে গণধর্ণণ, ব্যবসায়ী গ্রেপ্তার

ডিজে নেহার কথিত সেই খালাতো ভাই কারাগারে


news24bd.tv / কামরুল