৩২টি সোনার বারসহ দুই পাচারাকারী আটক

৩২টি সোনার বারসহ দুই পাচারাকারী আটক

Other

ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ৩২টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে খুলনা র‌্যাব-৬। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় দুই কোটি টাকা।  

আজ রোববার বিকালে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফ. কর্ণেল রওশনুল ফিরোজ এ তথ্য জানিয়েছেন। এর আগে গোয়েন্দা তথ্যের মাধমে রোববার ভোররাতে ঢাকা-যশোর মহাসড়কের যশোর কতোয়ালী যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে চেকপোস্ট বসিয়ে সাতক্ষীরা এক্সপ্রেস (ব-১৫-১৩১০) বাসটিতে তল্লাশী চালানো হয়।


বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত থাকার প্রমাণ আছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

সোয়া কোটি টাকা হাতিয়ে নেয়া তিন প্রতারক গ্রেপ্তার

কাজ দেয়ার কথা বলে গুদামে নিয়ে গণধর্ণণ, ব্যবসায়ী গ্রেপ্তার

ডিজে নেহার কথিত সেই খালাতো ভাই কারাগারে


বাস থামানোর সাথে মো. শামীম হোসেন (৪০) ও হুমায়ুন কবির মিরাজ (২৬) নামের দুই যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের আটক করে কোমড়ের বেল্টের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় প্রতি বেল্টে ১৬টি করে মোট ৩২টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনা পাচার অপরাধে বিশেষ ক্ষমতা আইন ২৫-খ(১)(ক) ১৯৭৪ ধারায় যশোর কোতয়ালী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।  

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফ. কর্ণেল রওশনুল ফিরোজ বলেন, ঢাকা থেকে পাচারকারী দুই জন সোনা নিয়ে সাতক্ষীরা আসছিল।

করোনাকালীন চোরাচালান প্রবনতা কিছুটা বেড়েছে। এ কারণে গোয়েন্দা নজরদারিসহ তৎপরতা বাড়ানো হয়েছে।

news24bd.tv / কামরুল