ভোটগ্রহণ শেষ হবার দুই ঘণ্টা আগে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ভোটগ্রহণ শেষ হবার দুই ঘণ্টা আগে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

Other

বাগেরহাট পৌরসভা নির্বাচনে অংশ নেয়া বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. সাইদ নিয়াজ হোসেন শৈবাল ভোট গ্রহণ শেষ হবার দুই ঘণ্টা আগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।  

আজ দুপুর ২টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

এ সময় শৈবালের সঙ্গে তার ছোট চাচা জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচারণার শুরুতেই আমার সমর্থকদের হুমকি ধামকির মধ্যে রাখে।

তারপরেও আমি নির্বাচন থেকে সরে না দাঁড়িয়ে ভোটে প্রতিদ্বিন্দ্বিতা করতে চেয়েছি। আমি ভোটকেন্দ্রে এজেন্ট দিতে দলের লোকজন ঠিক করলেও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের হুমকির ভয়ে তারা কেউ এজেন্ট হতে চায়নি।


আন্দোলনের নামে অযথা জনগণের স্বস্তি নষ্ট করবেন না: বিএনপিকে কাদের

ভালোবাসা নিয়ে ওবায়দুল কাদেরের স্ট্যাটাস ভাইরাল

বসতঘরে আগুন লেগে ঘুমন্ত নবদম্পতির মৃত্যু


এই কারণে আমি কিছু ভোট কেন্দ্রে আমার নিকট আত্নীয়দের এজেন্ট হিসেবে দিলে অধিকাংশ কেন্দ্রে তাদের ঢুকতে দেয়া হয়নি। আর যে দুয়েকটা কেন্দ্রে ঢুকতে দেয়া হয় তাদের আধা ঘণ্টা পরে অপমান করে বের করে দেয়া হয়েছে।

এই অবস্থায় ভোটের কোনো পরিবেশ নাই। তাই আমি এই নির্বাচন বর্জন করছি।

news24bd.tv নাজিম