চাকরি দেওয়ার কথা বলে ধর্ষণ

চাকরি দেওয়ার কথা বলে ধর্ষণ

Other

চাকরির প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি মানিক লাল কুন্ডুকে খুলনার ফুলতলা থেকে আটক করেছে র‌্যাব। আজ (রোববার) ফুলতলার তরতীবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 র‌্যাব-৬ এর অধিনায়ক লেফ. কর্ণেল রওশনুল ফিরোজ এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে যশোর সদরের বাহাদুরপুর মাঠপাড় এলাকায় নিয়ে এক নারীকে ধর্ষণ করে মানিক লাল কুন্ডু ও তার সহযোগী আনোয়ার এবং রিয়াজুল কাজী।

আরও পড়ুন:


সাতক্ষীরায় মেয়র হলেন বিএনপি প্রার্থী

চৌগাছায় নৌকার জয়, প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াত

খাটের ওপর ব্যবসায়ীর মৃতদেহ, আলমারির টাকা-স্বর্ণ উধাও

এফ-৩৫ ও এস-৪০০ একসঙ্গে রাখা যাবে না, তুরস্ককে যুক্তরাষ্ট্র


এ ঘটনায় তিন আসামির বিরুদ্ধে যশোর মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

র‌্যাব জানায়, আসামি মানিক লাল কুন্ডুর সাথে পূর্ব পরিচয়ের জের ধরে ওই নারীকে চাকরি দেওয়ার কথা বলে ১২ ফেব্রুয়ারি বিকেলে অভয়নগর থেকে যশোর মনিহার মোড়ে আনা হয়। সেখানে অপর দুই আসমি আনোয়ার ও রিয়াজুল কাজী মিলিত হয়ে চাকরির বিষয়ে কথা বলে। তারপর সন্ধ্যা ৭টার দিকে ওই নারীকে বাহাদুরপুর মাঠ পাড় এলাকায় মেহগুণি বাগানের পাশে নির্মাণাধীন ঘরে নিয়ে ধর্ষণ করে।

এসময় তার চিৎকারে আসামিরা পালিয়ে যায় ও পথচারীরা এগিয়ে এসে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফ. কর্ণেল রওশনুল ফিরোজ বলেন, এ ঘটনায় র‌্যাব ফুলতলা তরতীবপুর গ্রামে অভিযান চালিয়ে মানিক লালকে আটক করে। তিনি ওই গ্রামের মৃত রসোময় কুন্ডুর ছেলে।

news24bd.tv তৌহিদ