হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

Other

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদের মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা।  

আজ দুপুরে পৌর শহরে ট্রাফিক পয়েন্টে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,সাধারণ সম্পাদক বিজন সেন রায়,সদস্য সুখেন্দু সেন রায়,নারী নেত্রী শীলা রায়,সঞ্চিতা রায় প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, এখনো অনেক হাওরের বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি। হাওরের ঝুঁকিপূর্ণ ক্লোজার গুলো বন্ধ করা হয়নি। অপ্রয়োজনীয় বাঁধ দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে।


ব্যর্থতার জবাবদিহিতা চাওয়া হবে কোচ-অধিনায়কের কাছে: পাপন

আন্দোলনের নামে অযথা জনগণের স্বস্তি নষ্ট করবেন না: বিএনপিকে কাদের

ভালোবাসা নিয়ে ওবায়দুল কাদেরের স্ট্যাটাস ভাইরাল

বসতঘরে আগুন লেগে ঘুমন্ত নবদম্পতির মৃত্যু


 

হাওরের বাধ গুলোর কাজ এখনো ২০ ভাগ সম্পন্ন করা হয়নি।

এভাবে চলতে থাকলে আগাম বন্যায় সুনামগঞ্জের হাওরের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হবে।

news24bd.tv নাজিম