ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

অনলাইন ডেস্ক

ভারতের অন্ধ্রপ্রদেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত ও চারজন আহত হয়েছেন। বেঁচে আহত চার শিশুর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।  

রোববার রাতে কুরনুল জেলায় যাত্রীবাহী একটি মিনি ভ্যান রোড ডিভাইডারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেলে, উল্টো দিক থেকে আসা একটি লরি বাসটিকে ধাক্কা দিলে, এই ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, বাসে থাকা তীর্থযাত্রীরা ছিত্তর জেলার বাসিন্দা।

রাতে তারা সেখান থেকে রাজস্থানের আমিরে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে ৮ নারী ও একটি শিশু রয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  


ব্যর্থতার জবাবদিহিতা চাওয়া হবে কোচ-অধিনায়কের কাছে: পাপন

আন্দোলনের নামে অযথা জনগণের স্বস্তি নষ্ট করবেন না: বিএনপিকে কাদের

ভালোবাসা নিয়ে ওবায়দুল কাদেরের স্ট্যাটাস ভাইরাল

বসতঘরে আগুন লেগে ঘুমন্ত নবদম্পতির মৃত্যু


এদিকে তামিলনাড়ুর চেন্নাই থেকে পাঁচশো কিলোমিটার দূরে বিরুদ্ধ নগরের একটি আতশবাজির কারখানার শনিবার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।

দুর্ঘটনার সময় কারখানাটিতে ৪৭ জন আটকা পড়েছিলেন। বেশ কয়েকজন গুরুতর অগ্নিদগ্ধ হওয়ায় কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।  

news24bd.tv নাজিম