প্রিয়জনকে নিয়ে বিশেষ দিনে ঘুরে আসতে পারেন দর্শনীয় স্থান

প্রিয়জনকে নিয়ে বিশেষ দিনে ঘুরে আসতে পারেন দর্শনীয় স্থান

Other

ভালবাসার এই মৌসুমে প্রিয়জনের সঙ্গে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আপনার ভালবাসার মানুষটিকে নিয়ে ঘুরে আসতে পারেন এমন কিছু রোমানিটক জায়গায়।  

ভালবাসার শহর বললে প্রথমেই মাথায় আসে প্যারিসের নাম। আর প্রিয়জনকে মনের কথা বলার জন্য বিশ্বখ্যাত আইফেল টাওয়ার থাকতে পারে আপনার পচ্ছন্দের তালিকার প্রথম স্থানে।

দিনের আলো আর রাতের আধাঁরে দুটোতেই অপূর্ব আইফেল টাওয়ার।

প্রেমের এক অনন্য নিদর্শন তাজমহল। আপনার সঙ্গী বা সঙ্গীনির সাথে সময় কাটানোর জন্য বেছে নিতে পারেন পৃথিবীর সপ্তাশ্চার্য এই স্থাপত্যটিকে।  


ভালোবাসা দিবসে বিয়ে করলেন নাসির

রাজধানীতে বাসায় ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

সৌদিতে প্রেম করে বিয়ে, স্ত্রীর স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে আসেন স্বামী!

গুজব ছড়িয়ে খাটাশ হত্যা


ইন্দোনেশিয়ার বালিকে বলা হয় নব দম্পতিদের শহর।

নজর কাড়া সমুদ্র সৈকত সাথে বালির অপূর্ব সূযাস্তের দৃশ্য নি:সন্দেহে যে কারো নজর কাড়বে। প্রতি বছর ভ্যালেন্টাইন ডে তে লাখো পর্যটকে মুখরিত হয় বালি দ্বীপ।

কাছের মানুষকে সাথে নিয়ে ভালবাসা দিবসটি কাটাতে পারেন খুব নিরিবিলিতে অপূর্ব সূর্যাস্তের দৃশ্য দেখে। সেক্ষেত্রে উপযুক্ত স্থান হতে পারে গ্রীসের সান্তারিনি।

আপনার ভালবাসার ঠিকানা হতে পারে শিল্পীর তুলি দিয়ে আকা সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের স্বচ্ছ পানির লেক, সাথে সুউচ্চ পাহাড় সব মিলিয়ে তৈরী হয়েছে এক রোমাঞ্চকর পরিবেশ।

 news24bd.tv আয়শা