ইঞ্জিন বিকল হয়ে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ

ইঞ্জিন বিকল হয়ে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ

Other

কিশোরগঞ্জের বাজিতপুর স্টেশনের আউটডোরে কিশোরগঞ্জগামী এগারসিন্দু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে করে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন বাজিতপুর স্টেশনে প্রবেশের সময় আউটডোর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

তখন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  


পরকীয়া প্রেম; স্বামীকে নিরাপদে হত্যা করতে দরগায় ছাগল মানত! (অডিও)

ভালোবাসা দিবসে বিয়ে করলেন নাসির

রাজধানীতে বাসায় ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

সৌদিতে প্রেম করে বিয়ে, স্ত্রীর স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে আসেন স্বামী


পরে দুপুর ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটিকে টেনে পেছনের কুলিয়ারচর স্টেশনে নিয়ে যাচ্ছে এবং সেখানে নিয়ে গিয়ে ইঞ্জিন ঠিক করা হবে। ইঞ্জিন ঠিক হলে তারপর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে আশা করা হচ্ছে।

 news24bd.tv আয়শা