পিকে হালদার কিভাবে দেশের বাইরে যায়, ব্যাখ্যা চায় হাইকোর্ট

পিকে হালদার কিভাবে দেশের বাইরে যায়, ব্যাখ্যা চায় হাইকোর্ট

অনলাইন ডেস্ক

পাসপোর্ট জব্দের আদেশ থাকার পরেও পিকে হালদার কিভাবে দেশের বাইরে গিয়েছে তার ব্যাখা চেয়েছে হাইকোর্ট। একইসঙ্গে পিকে হালদারের মামলায় যেসব আসামির জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন তা জানাতে দুদককে জানাতে বলা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।

হাইকোর্ট বলেছে, পিকে হালদার যেদিন দেশ ত্যাগ করেন সেদিন বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বে কে ছিলেন, গোয়েন্দা সংস্থা ও দুদকের দায়িত্বে কে ছিলেন তার তালিকা দাখিল করতে হবে।

আরও পড়ুন:


পরকীয়া প্রেম; স্বামীকে নিরাপদে হত্যা করতে দরগায় ছাগল মানত! (অডিও)

ভালোবাসা দিবসে বিয়ে করলেন নাসির

রাজধানীতে বাসায় ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

সৌদিতে প্রেম করে বিয়ে, স্ত্রীর স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে আসেন স্বামী!

পাল্টা মামলার কথা ভাবছেন আসিফ

চারদিক থেকে ঘিরে আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা


এর আগে সকালে আর্থিক প্রতিষ্ঠানের দেখভালের দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের গত আট বছরের কর্মকর্তাদের তালিকা হাইকোর্টে দাখিল করা হয়েছে। বাকি দুই বছরের কর্মরতদের তালিকা চার সপ্তাহের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

news24bd.tv / কামরুল