সৌম্যকে দলে নেওয়ার কারণ জানালেন মুমিনুল

সৌম্যকে দলে নেওয়ার কারণ জানালেন মুমিনুল

অনলাইন ডেস্ক

অধিনায়ক হিসেবে এবারই প্রথম দেশের মাটিতে হোয়াটওয়াশ হলেন মুমিনুল হক। ৩৯৫ রানের লক্ষ্য দিয়েও চট্টগ্রাম টেস্টে হেরেও যাওয়ার পর মুমিনুলের নেতৃত্ব নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

এরপর ২৩১ রানের লক্ষ্য তাড়া করে ঢাকা টেস্টে হারের পর সেই সমালোচনার ঝড় এখন সাইক্লোনে পরিণত।

দলের ব্যর্থতার দায়ভারও বর্তাচ্ছে মুমিনুলের ওপরই।

টাইগার সমর্থকদের মতে, মুমিনুল অধিনায়ক হিসেবে আরেকটু বিচক্ষণ হলে দুই ম্যাচেই জয় পেতে পারত বাংলাদেশ।

ম্যাচের বিভিন্ন মুহূর্তের চুলচেরা বিশ্লেষণ করে মুমিনুলকে ধুয়ে দিচ্ছেন কেউ কেউ। দলে সৌম্য সরকারের অন্তর্ভূক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

এসব বিষয়ে কথা বলতে গিয়ে টেস্ট সিরিজে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতির প্রসঙ্গ টানলেন মুমিনুল।

তার মতে, হঠাৎ ইনজুরিতে পড়ে সাকিব ছিটকে পড়ায় গোটা দলে এর প্রভাব পড়েছে। একাদশটাই এলোমেলো হয়ে গেছে।

মুমিনুল বলেন, ‘আগেও বলেছি, সাকিব ভাই চলে যাওয়াতে আমাদের দলের সমন্বয় একটু ওলটপালট হয়ে গিয়েছিল। সাকিবের অভাব পূরণে আমরা একজন মিডিয়াম পেসার চাচ্ছিলাম যিনি ব্যাটিংও ভালো করেন। আর সেই বিষয়টি চিন্তা করেই সৌম্যর অন্তর্ভূক্তি। তাছাড়া সৌম্য অভিজ্ঞও ছিল। সম্প্রতি ওয়ানডেও খেলেছে। এসব বিষয় ভেবেই সৌম্যকে নেওয়া। ’ 

আরও পড়ুন:


মধ্যরাতে হোস্টেল ত্যাগে বাধ্য করা হলো ৩২ নেপালি শিক্ষার্থীকে!

পরকীয়া প্রেম; স্বামীকে নিরাপদে হত্যা করতে দরগায় ছাগল মানত! (অডিও)

ভালোবাসা দিবসে বিয়ে করলেন নাসির

ভালোবাসায় মাখামাখি আদরে-সোহাগে রাজ-শুভশ্রী

রাজধানীতে বাসায় ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

সৌদিতে প্রেম করে বিয়ে, স্ত্রীর স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে আসেন স্বামী!


এরপর ম্যাচ নিয়ে নানা অভিযোগ এক কথায় উড়িয়ে দেন মুমিনুল।

হেসে দিয়ে বললেন, দল হারলে অনেক কিছুরই কমতি মনে হয়। জিম্বাবুয়ের সঙ্গে যখন আমরা জিতেছিলাম তখন এতো কিছু বের হয়নি। কিন্তু আপনি যখন হারবেন তখন অবশ্যই চোখ পড়বে। যদি জিততাম হয়ত (এসব কথা হতো না)।

news24bd.tv / কামরুল