অস্ত্র আইন সংশোধন করতে চান মার্কিন প্রেসিডেন্ট

অস্ত্র আইন সংশোধন করতে চান মার্কিন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

অস্ত্র আইন সংশোধনের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাণঘাতী অস্ত্র নিষিদ্ধ করতে চান জো বাইডেন।

ফ্লোরিডার পার্কল্যান্ডের বিদ্যালয়ে গুলি চালিয়ে হত্যার ঘটনার তৃতীয় বার্ষিকী উপলক্ষে রবিবার দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট এই আহ্বান জানান।

এসময় বাইডেন বলেন, অস্ত্র নিয়ে সহিংসতা চালানোর কারণে আমাদের দেশে অভিভাবক থেকে শুরু করে স্বামী-স্ত্রী, শিশু, ভাই-বোন ও বন্ধুরা প্রিয়জন হারানোর বেদনা বুঝেছে।

তিনি আরও বলেন, যারা আপনজন হারিয়েছেন, তাদের কাছে এই পরিবর্তন নিয়ে আসতে আমরা দায়বদ্ধ। এখনই পদক্ষেপ নেওয়ার সময়।


পরকীয়া প্রেম; স্বামীকে নিরাপদে হত্যা করতে দরগায় ছাগল মানত! (অডিও)

ভালোবাসা দিবসে বিয়ে করলেন নাসির

রাজধানীতে বাসায় ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

সৌদিতে প্রেম করে বিয়ে, স্ত্রীর স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে আসেন স্বামী


উল্লেখ্য, বছর তিনেক আগে পার্কল্যান্ডের মার্জোরি স্টোনম্যান ডগলাস উচ্চ বিদ্যালয়ে এআর-১৫ রাইফেল থেকে গুলি চালিয়ে এক শিক্ষার্থী ১৭ জনকে হত্যা করেন।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের অনেকে পরবর্তী সময়ে অস্ত্র আইন সংশোধনের সক্রিয় সমর্থকে পরিণত হয়েছিলেন।

news24bd.tv / নকিব