ইউটিউব দেখে শিক্ষার্থীদের 'স্মরণশক্তি' বাড়ানোর ইঞ্জেকশন দিতেন শিক্ষক!

ইউটিউব দেখে শিক্ষার্থীদের 'স্মরণশক্তি' বাড়ানোর ইঞ্জেকশন দিতেন শিক্ষক!

অনলাইন ডেস্ক

স্মরণশক্তি বাড়াতে ইউটিউবের ভিডিও দেখে শিক্ষার্থীদের স্যালাইনের ইঞ্জেকশন দিতেন ভারতের দিল্লির এক শিক্ষক। রবিবার তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

পুলিশ জানিয়েছে, সন্দীপ নামে ওই শিক্ষকের এক ছাত্রকে বাড়িতে ইঞ্জেকশন নিতে দেখেন তার বাবা-মা। এর পরেই পুলিশকে তারা জানান ঘটনাটি।

এরপরই সন্দীপকে গ্রেফতার করে পুলিশ।  

গ্রেফতার হওয়া যুবকের বয়স ২০। তিনি নিজে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র। পূর্ব দিল্লির মান্ডওয়ালিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের পড়াতেন বিনামূল্যে।

তবে পড়ানোর ফাঁকে ছাত্র-ছাত্রীদের গিনিপিগ বানিয়ে যে এমন পরীক্ষামূলক ‘গবেষণা’ও চালাতেন, তা সামনে এল এক ছাত্রের ইঞ্জেকশন সমেত ধরা পড়ার পর।


পরকীয়া প্রেম; স্বামীকে নিরাপদে হত্যা করতে দরগায় ছাগল মানত! (অডিও)

ভালোবাসা দিবসে বিয়ে করলেন নাসির

রাজধানীতে বাসায় ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

সৌদিতে প্রেম করে বিয়ে, স্ত্রীর স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে আসেন স্বামী


পূর্ব দিল্লির ডিএসপি দীপক যাদব জানিয়েছেন, ‘ছাত্রদের স্মরণশক্তি বাড়াতে তাদের উপর নরমাল স্যালাইন সলিউশনের ইঞ্জেকশন প্রয়োগ করত সন্দীপ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ধারায় (প্রাণ বিপন্ন করা) মামলা দায়ের হয়েছে।

সূত্র: আনন্দবাজার

news24bd.tv / নকিব