আরো ২০ লাখ ডোজ টিকা আসছে

আরো ২০ লাখ ডোজ টিকা আসছে

Other

আগামী ২২ ফেব্রুয়ারি আসছে ভ্যাকসিনের দ্বিতীয় চালান। তবে উৎপাদন ও চাহিদার বিবেচনায় এই লটে কমপক্ষে ২০ লাখ ডোজ আসবে বলে জনিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর বলছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ নাগাদ কোভ্যাক্স থেকে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। ভ্যাকসিন ডিপ্লয়ম্যান্ট প্ল্যানিং এ পরিবর্তন এনে ৪ সপ্তাহের জায়গায় ৮ সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

করোনা ভ্যাকসিন প্রয়োগের অষ্টম দিনে মোট ভ্যাকসিন গ্রহনকারীর সংখ্যা সাড়ে নয় লাখ ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে এ পর্যন্ত ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধন তালিকাও ছাড়িয়েছে ১৭ লাখ।

ভ্যাকসিন নিতে আগ্রহীদের বাড়তি চাপ সামলাতে এরই মধ্যে স্পট রেজিষ্ট্রেশন বন্ধ করা হয়েছে। দেশের বৃহৎ টিকা কেন্দ্রের সিংহ ভাগেরই বরাদ্দকৃত টিকা শেষের পথে।

এমন বাস্তবতায় বেক্সিমকো জানালো, ২২ ফেব্রুয়ারি আসছে ভ্যাকসিনের ২য় চালান, তবে তা ৫০ লাখেরও কম।

বিশ্বের অন্তত ২০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জোট কোভ্যাক্স থেকেও ভ্যাকসিন আসছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাতে পর্যাপ্ত ভ্যাকসিন থাকায় পরিকল্পনায় আনা হয়েছে পরিবর্তন। ৪ সপ্তাহের বদলে দ্বিতীয় ডোজ দেয়া হবে ৮ সপ্তাহ পর।


মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের ২০ বছর কারাদণ্ডের হুঁশিয়ারি

প্রেমিক হতে হলে বিশ্বস্ত হতে হবে: প্রভা

আগামীকাল শুরু হচ্ছে রাশিয়া-ইরান যৌথ নৌ-মহড়া

সালমান খানের ঘোড়ার ছবি দেখে প্রতারিত হলেন এক নারী


অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, এরই মধ্যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের তারিখ সুরক্ষা ওয়েবের মাধ্যমে জানানো হবে।

নূন্যতম ৪০ বছর বয়সী বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে ভ্যাক্সিনেট করতে নিবন্ধনে আপাতত কোন শিথিলতা আনা হচ্ছে না বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

news24bd.tv / নকিব