ভাত-ডাল-সবজি-ডিম ৫ টাকায়!

ভাত-ডাল-সবজি-ডিম ৫ টাকায়!

অনলাইন ডেস্ক

মাত্র ৫ টাকায় পাওয়া যাবে ‌ভাত, ডাল, সবজি, ডিম। কলকাতা পৌর করপোরেশনে গরিব মানুষের জন্য পাঁচ টাকায় দুপুরের খাবারের প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মা ক্যান্টিন’।  

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি এ ক্যান্টিনের উদ্বোধন করেন মমতা।

  আপাতত ১টি করে মোট ১৬টি ক্যান্টিন চালু হয়েছে পৌর করপোরেশনের ১৬টি প্রশাসনিক এলাকা বা বরাতে। এ জন্য প্রাথমিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ১০০ কোটি রুপি।

আরও পড়ুন: 


গুজব ছড়িয়ে খাটাশ হত্যা

পাল্টা মামলার কথা ভাবছেন আসিফ

চারদিক থেকে ঘিরে আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা

সাতক্ষীরায় মেয়র হলেন বিএনপি প্রার্থী

চৌগাছায় নৌকার জয়, প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াত


প্রতিদিন দুপুরের একটি নির্দিষ্ট সময়ে এসব ক্যান্টিনে গিয়ে খাবার খেতে পারবে গরিব মানুষেরা। প্রতিদিন কাজের জন্য গ্রাম ও রাজ্যের বিভিন্ন এলাকা থেকে কলকাতায় আসেন অনেক গরিব মানুষ।

মূলত তাঁদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করা হয়েছে।

জানা গেছে, পরবর্তী সময় এই ক্যান্টিন প্রকল্প চালু হবে রাজ্যের সবখানে। কলকাতা করপোরেশন সূত্রে জানা গেছে, করপোরেশনের ‘স্বনির্ভর গোষ্ঠী’ এসব ক্যান্টিনের খাবার রান্না করবে। আর তা পরিবেশন করবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর