নাটোরে জনপ্রিয় হয়ে উঠেছে মটরশুটি চাষ

নাটোরে জনপ্রিয় হয়ে উঠেছে মটরশুটি চাষ

Other

নাটোরে জনপ্রিয় হয়ে উঠেছে মটরশুটি চাষ। স্বল্পমেয়াদি এ ফসলের বাজার দর ভাল পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। আর কম পরিশ্রম ও সহজ হওয়ায় মটরশুটি তোলার কাজ করে বাড়তি আয় করছেন নারীরাও। পুষ্টিগুণ সম্পন্ন মটরশুটি জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ বিভিন্ন জেলায়।

 

নাটোরের মাঠে মাঠে কৃষক এখন ব্যস্ত মটরশুটি তোলার কাজে। স্বল্পকালীন ও লাভজনক হওয়ায় কৃষকরা ঝুঁকছেন মটরশুটি চাষে।

চাষিরা জানান, মটরশুটি আবাদে এক বিঘা জমিতে ৩ থেকে ৫ হাজার টাকা খরচ হয় আর প্রতি বিঘায় ১০ থেকে ১২ হাজার টাকা লাভ হয়। সাথী ফসল হিসেবেও চাষ করা হয় এই ফসল।


পরমাণু সমঝোতায় ফিরতে আমেরিকাকে রাশিয়ার আহ্বান

আইএইএ-কে ইরানের চিঠি: ২৩ ফেব্রুয়ারি থেকে প্রটোকল বন্ধ

আল্লাহর কাছে অধিক প্রিয় যে চার তাসবিহ

আরো ২০ লাখ ডোজ টিকা আসছে


এদিকে মাঠে পুরুষের পাশাপাশি নারীদেরও কাজ করতে দেখা যায়। অনেক শিক্ষাথীর্রাও পরিবারের সাথে যোগ দিয়েছেন এই কাজে।

ক্ষেত থেকে মটরশুটি কিনতে দেশের বিভিন্ন জেলার পাইকার ও আড়তদাররাও আসছেন এখানে।

কম খরচে লাভ বেশি হওয়ায় চাষিরাও দিনদিন মটরশুটি চাষে ঝুঁকছে জানিয়ে বিভিন্ন সহায়তার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা।

জেলায় এবার এক হাজার ৪৫ হেক্টর জমিতে মটরশুটি আবাদ হয়েছে।

news24bd.tv আয়শা