বিদেশ থেকে কানাডায় ঢুকেই ৩ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

বিদেশ থেকে কানাডায় ঢুকেই ৩ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

অনলাইন ডেস্ক

বিদেশ থেকে কানাডাতে গেলে যাত্রীদের প্রথমেই হোটেলে ৩ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম চালু হবে বলে জানা গেছে। এজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ ইতোমধ্যেই নিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ। বিমানবন্দরের পাশের চারটি হোটেল ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে।

 

কোভিডের তৃতীয় ওয়েভ এবং নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে কানাডা সরকার এই পদক্ষেপ নিয়েছে।

নতুন পদক্ষেপের আওতায় টরন্টো, মন্ট্রিয়ল, ভ্যাঙ্কুভার এবং ক্যালগেরি- এই চারটি বিমান বন্দরেই কেবল আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা করবে। যাত্রীদের বিমান বন্দরে বাধ্যতামূলক কোভিড টেষ্ট করাতে হবে। টেষ্টের ফলাফলের জন্য অপেক্ষার তিন দিন সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে অবস্থান করতে হবে।

 


পরমাণু সমঝোতায় ফিরতে আমেরিকাকে রাশিয়ার আহ্বান

আইএইএ-কে ইরানের চিঠি: ২৩ ফেব্রুয়ারি থেকে প্রটোকল বন্ধ

আল্লাহর কাছে অধিক প্রিয় যে চার তাসবিহ

আরো ২০ লাখ ডোজ টিকা আসছে


তিন দিনে প্রতি জনের জন্য ন্যূনতম ২ হাজার ডলার করে খরচ হবে বলে ফেডারেল সরকার জানিয়েছে। যাত্রীদের নিজেদের এই অর্থ পরিশোধ করতে হবে।

অন্যদেশ থেকে আসা যাত্রীদের সঙ্গে কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকলেও কানাডায় এসে বিমানবন্দরে আবার টেষ্ট করতে হবে। যারা অন্যদেশে কোভিডের টিকা নিয়েছেন- তাদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে বলে জন নিরাপত্তা মন্ত্রী বিল ব্লোয়ার রোববার সিবিসির ‘রোজম্যারি বার্টন লাইভ’ অনুষ্ঠানে জানিয়েছেন।

news24bd.tv আয়শা