ইরাকে রকেট হামলায় নিহত ১, আহত কয়েকজন মার্কিন সেনা

ইরাকে রকেট হামলায় নিহত ১, আহত কয়েকজন মার্কিন সেনা

অনলাইন ডেস্ক

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের ইরবিল শহরে রকেট হামলায় অন্তত একজন বেসামরিক কন্ট্রাক্টর নিহত হয়েছে। এছাড়া মার্কিন সেনাসহ কয়েকজন আহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জোটের মুখপাত্র কর্নেল ওয়েন মারত্তো জানান, রকেট হামলায় একজন বেসামরিক কন্ট্রাক্টর নিহত এবং পাঁচজন বেসামরিক কন্টাক্টর আহত হয়েছেন।

এই হামলায় আমেরিকার এক সেনা আহত হন বলেও তিনি জানান।

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হোশিয়ার জেবারি জানিয়েছেন, অন্তত পাঁচটি কাতিউশা রকেট ইরবিল শহরে আঘাত হেনেছে। যে এলাকায় রকেটগুলো আঘাত হেনেছে সেখানে বেশ কয়েকটি কূটনৈতিক মিশন রয়েছে বলে তিনি জানান। নিরাপত্তার কথা চিন্তা করেই ইরবিল বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় এবং বিমানের ফ্লাইট ওঠানামা ও স্থগিত করা হয়।


মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের ২০ বছর কারাদণ্ডের হুঁশিয়ারি

প্রেমিক হতে হলে বিশ্বস্ত হতে হবে: প্রভা

মরুভূমিতে পথ হারিয়ে একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু

সালমান খানের ঘোড়ার ছবি দেখে প্রতারিত হলেন এক নারী


সাবেরিন নিউজ নামে একটি সংবাদমাধ্যম ইরাকের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলনের একটি বিবৃতি প্রকাশ করেছে। ওই বিবৃতিতে জনপ্রিয় আন্দোলন বলেছে, তারা দখলদার মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে। হামলায় তারা মোট ২৪টি রকেট ব্যবহার করে।

news24bd.tv / নকিব