ছাত্র রাজনীতির চেয়ে শিক্ষক রাজনীতি অনেক বেশি নোংরা

ছাত্র রাজনীতির চেয়ে শিক্ষক রাজনীতি অনেক বেশি নোংরা

Other

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির চেয়েও শিক্ষক রাজনীতি অনেক বেশি নোংরা। নিয়োগের আগে থেকে সেই রাজনীতি শুরু হয় এবং আজীবন চলতে থাকে। কোনদিন টিচার্স ক্লাবে যান। পরশ্রীকাতরতা, গীবত, জমি-জমা ফ্ল্যাট-দুনিয়াবি পদ-পদবী কী নেই তাতে! শুধু নেই জ্ঞানচর্চা, শিক্ষা, একাডেমিক বিষয়।

ব্যতিক্রম বাদ দিলে মোটা দাগে শিক্ষকদের আলোচনা বা ভাবনার বিষয়বস্তু শুনলে অবাক হবেন।   

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলছি কেন প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একই দশা। আপনি উপাচার্যদের কাণ্ডকীর্তি দেখেন। শিক্ষক রাজনীতি দেখেন।

ভিসি-প্রক্টর-প্রোভিসি পদে থাকা লোকজনকে দেখেন। অধিকাংশের ভূমিকা গ্রামের চেয়ারম্যান বা মেম্বারদের মতো। যারা সত্যিকারের শিক্ষক তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই দেশের যেসব প্রতিষ্ঠান সবার আগে পচে গলে গন্ধ ছড়াচ্ছে সেটা হলো পাবলিক বিশ্ববিদ্যালয়। যাদের এই দেশে নীতিবান মানুষ তৈরি করার কথা তারাই ঠিক নেই।


মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের ২০ বছর কারাদণ্ডের হুঁশিয়ারি

প্রেমিক হতে হলে বিশ্বস্ত হতে হবে: প্রভা

৯ মাসে বিমানের লোকসান ৩ হাজার কোটি টাকা

সালমান খানের ঘোড়ার ছবি দেখে প্রতারিত হলেন এক নারী


আফসোস শতবর্ষে এসেও একটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা ঠিক করতে পারছি না, অন্যান্যগুলোরও যায় যায় অবস্থা আর আমরা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করছি। আচ্ছা একটা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর এমন জীর্ণ দশা হলে দেশটার এমন দশাই তো হবে তাই না?

শরিফুল হাসান, উন্নয়ন কর্মী

news24bd.tv আয়শা