মিয়ানমার জান্তা সরকারকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি জাতিসংঘের

মিয়ানমার জান্তা সরকারকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি জাতিসংঘের

অনলাইন ডেস্ক

বিক্ষোভ ও আন্দোলনকারীদের প্রতি কোনো অত্যাচার-নিপীড়ন চালানো হলে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে জাতিসংঘ।

গত সোমবার মিয়ানমার সামরিক সরকারের ডেপুটি হেড সো উইনের সঙ্গে টেলিফোনে জাতিসংঘের বিশেষ কর্মকর্তা ক্রিশ্চিন শ্রানার বার্গেনার এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের এক মুখপাত্র। খবর সিএনএন এর।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।

এদিকে মিয়ানমারে ইন্টারনেট সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। গত ১ ফেব্রুয়ারি সামরিক সরকার ক্ষমতা দখলের পরেই সারাদেশকে ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন করে দেয়।

বার্গেনার পুরো দেশকে ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন রাখারও তীব্র সমালোচনা করেন।


মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের ২০ বছর কারাদণ্ডের হুঁশিয়ারি

প্রেমিক হতে হলে বিশ্বস্ত হতে হবে: প্রভা

মরুভূমিতে পথ হারিয়ে একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু

শিক্ষক রাজনীতির নোংরামীর চরম শিকার আমি


উল্লেখ্য, মিয়ানমারে রোববার টানা ১০ম দিনের মতো অভ্যুত্থানবিরোধীরা রাস্তায় নামার পরপরই আইনের বেশ কিছু ধারায় এই পরিবর্তন আনল নতুন সামরিক সরকার।

গতকাল থেকেই দেশটির রাস্তায় নেমেছে সেনাবাহিনীর অস্ত্রশস্ত্রে সজ্জিত যান।

news24bd.tv / নকিব