সু চির বিরুদ্ধে ফের মামলা

সু চির বিরুদ্ধে ফের মামলা

অনলাইন ডেস্ক

মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে দ্বিতীয় মামলা দায়ের করেছে দেশটির সামরিক সরকার। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন ভঙ্গের অভিযোগে নতুন এ মামলা করা হয়েছে।

আরও পড়ুন:


মায়ের সঙ্গে পরকীয়া, মেয়ের সঙ্গে ‌‘শারীরিক সম্পর্ক’ খুনের কারণ

পরকীয়া প্রেমিককে ৫ টুকরো করার পর বাঁচতে স্বামীকে ফোন দেন পারভীন (ভিডিও)

যে কারণে ইসলাম ছেড়ে ইহুদি ধর্মে কুয়েতের নারী কণ্ঠশিল্পী (ভিডিও)

প্রেমিকের ৫ খণ্ড মরদেহের পাশে বসে ছিলেন প্রেমিকা শাহনাজ

সূরা তাওবায় কেন ‘বিসমিল্লাহ’ নেই, কি বিষয়ে সূরাটি নাযিল


সু চির আইনজীবী খিন মং জ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আওতায় অং সান সু চির বিরুদ্ধে আরেকটি অভিযোগ গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় কী সাজা হতে পারে তা জানায়নি জান্তা সরকার।

গত ১ ফেব্রুয়ারি সু চি সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। এরপর তার বাসায় তল্লাশি অভিযান চালিয়ে ওয়াকিটকি উদ্ধার করে সেনাবাহিনী। তখন সু চির বিরুদ্ধে দেশটির আমদানি-রপ্তানি আইনে মামলা করা হয়।

news24bd.tv তৌহিদ

 

সম্পর্কিত খবর