প্রমিত উচ্চারণেও বাংলা ভাষার ব্যবহার হয়না: রামেন্দু মজুমদার

প্রমিত উচ্চারণেও বাংলা ভাষার ব্যবহার হয়না: রামেন্দু মজুমদার

Other

প্রমিত উচ্চারণ তো নয়-ই, বরং হিন্দি-ইংরেজির মিশেলে ব্যবহার করা হয় বাংলা ভাষা। এমনকি নানামুখী শিক্ষা ব্যবস্থা, আর গণমাধ্যমের গাফিলতিতে কমছে বাংলা শেখার আগ্রহ, এমনটাই মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।  

মায়ের ভাষাতেই কথা বলবে বাঙালি। এ জন্যেই এতো মিছিল, মিটিং, আন্দোলন এবং সবশেষে জীবন উৎসর্গ।

বিনিময়ে মাতৃভাষা বাংলার প্রতিষ্ঠা এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্ম।


নেই নেইমার-দি মারিয়া, তবুও এমবাপ্পেই কুপোকাত বার্সা

সহিহ শুদ্ধভাবে নামাজ আদায় করবেন যেভাবে

কয়েক শ নেতা-কর্মীকে নিয়ে কাদের মির্জার থানা ঘেরাও

‘মাদানী’ পদবী ব্যবহার করায় সেই শিশু বক্তাকে লিগ্যাল নোটিশ


তবে রাষ্ট্রীয় নীতি হিসাবে এখন অবধি সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন হয়নি। এমনকি প্রমিত উচ্চারণেও বাংলা ভাষার ব্যবহার হয়না খুব একটা। এমনটাই মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

তাঁর মতে, এদেশে শিক্ষা ব্যবস্থার মাধ্যম বিভিন্ন হওয়ায়, দিন দিন কমছে মাতৃভাষার চর্চা। সাথে গণমাধ্যমের গাফিলতিতেও পাল্লা দিয়ে কমছে শুদ্ধ উচ্চারণে কথা বলার আগ্রহ।

মাতৃভাষা প্রতিষ্ঠার ইতিহাস ও গুরুত্ব যতবেশি প্রকাশিত হবে, তত বেশি দৃশ্যায়িত হবে বায়ান্নোর আন্দোলনের প্রেক্ষাপট। তবেই স্বার্থক হবে বাংলা ভাষার দাবিতে শহিদদের আত্মদান, এমনটাই মত রামেন্দু মজুমদারের।

news24bd.tv আয়শা