যানবাহনে ওঠার সময় যে দোয়া পড়বেন

যানবাহনে ওঠার সময় যে দোয়া পড়বেন

অনলাইন ডেস্ক

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে জীবন ব্যবস্থার সব কিছুই সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। তেমনি প্রত্যেক কাজের আগে এমন কিছু দোয়া আছে যা আমাদের মঙ্গলের জন্যই দেয়া হয়েছে।

যদি যানবাহনে ওঠার আগে আমরা আল্লাহর নাম নিয়ে উঠি, তাহলে ভ্রমণটা আরো সুন্দর হয়।

আমাদের সবখানেই আল্লাহর নাম নিয়ে চলা উচিত। আসুন জেনে নেই যানবাহনের ওঠার দোয়া।

উচ্চারণ: সুবহানাল্লাজি সাখখারা লানা হা-জা ওয়ামা কুননা লাহু মুক্বরিনীন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনক্বালিবুন। (সূরা যুখরূফ: আয়াত ১৩-১৪)

অর্থ: মহান পবিত্র তিনি, যিনি আমাদের জন্য এটাকে (যানবাহনকে) অধীন-নিয়ন্ত্রিত বানিয়ে দিয়েছেন, নতুবা আমরাতো এটাকে বশ করতে সক্ষম ছিলাম না।

একদিন আমাদেরকে আমাদের প্রভুর নিকট অবশ্যই ফিরে যেতে হবে।

আরও পড়ুন:


মাতৃভূমিতে ফেরা হলো না প্রবাসী আমিন মিয়ার

শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় আজ

কুমিল্লায় আগুনে পুড়ে প্রবাসীর স্ত্রী-কন্যার মৃত্যু

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে


আমল:

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত, তিনি সাওয়ারীতে বসার সময় এই দোয়া পাঠ করতেন। উক্ত দোয়া পশু ও যান্ত্রিক যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য। মুমিনের উচিত সফরের সময় পরকালীন কঠিন সফরের (মৃত্যু) কথা স্মরণ করা। যা অবশ্যই সংঘটিত হবে।

যানবাহনে আরোহনের সময় প্রাসঙ্গিক সুন্নাত-
১. যানবাহনে উঠার সময় ‘বিসমিল্লাহ’ বলে পা রাখা। (তিরমিজি)
২. যানবাহনের উঠার পর স্থির হলে বা বসার পর ‘আলহামদুলিল্লাহ’ বলা তার পর আরোহনের দোয়াটি পড়া। (তিরমিজি)
৩. দোয়া পড়ার পর তিনবার ‘আলহামদুলিল্লাহ’ এবং তিনবার ‘আল্লাহু আকবার’ বলা। (তিরমিজি)

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক