কোভিডের টিকা দান কর্মসূচি সেরা সেবা বাংলাদেশের

কোভিডের টিকা দান কর্মসূচি সেরা সেবা বাংলাদেশের

Other

বাংলাদেশে সরকারি কোন সেবা পাওয়ার ক্ষেত্রে এতো সুন্দর ব্যবস্থাপনা, এমন পরিবেশ কবে কে কোথায় দেখেছে? বলছি কোভিডের টিকার কথা। ‌ শুধু নিজের অভিজ্ঞতা নয়, আশপাশের প্রত্যেকের কথায় কোভিডের টিকা দেওয়ার ক্ষেত্রে সেবার মান আর অসাধারণ পরিবেশের কথা উঠে এসেছে।  

প্রায় ১৪ লাখ মানুষ ইতিমধ্যে এই সেবা পেয়েছেন। বাংলাদেশে আমি গত তিন দশকে এমন সেবা আর দেখিনি।

নার্স স্বেচ্ছাসেবক সহ এই কাজের সাথে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ।


নেই নেইমার-দি মারিয়া, তবুও এমবাপ্পেই কুপোকাত বার্সা

সহিহ শুদ্ধভাবে নামাজ আদায় করবেন যেভাবে

কয়েক শ নেতা-কর্মীকে নিয়ে কাদের মির্জার থানা ঘেরাও

‘মাদানী’ পদবী ব্যবহার করায় সেই শিশু বক্তাকে লিগ্যাল নোটিশ


কেউ যদি আমাকে কোভিডের টিকার পরে এই দেশের দ্বিতীয় সেরা সেবার কথা জানতে চান আমি বলবো এক যুগ আগের ছবিসহ আমাদের জাতীয় পরিচয়পত্রের কথা।  

আপনারা যারা গত ৫০ বছর দেখেছেন চাইলে আরও কোন দারূণ সেবার কথা বলতে পারেন।  

জানি না কবে হবে বা আদৌ হবে কী না, তবে বাংলাদেশের প্রতিটা সেবার মান ও ব্যবস্থাপনা কোভিডের টিকার মতো হবে কোনদিন এমন আশা করতে দোষ কী! সেই আশাতেই শুভ সকাল বাংলাদেশ।


শরিফুল হাসান, উন্নয়ন কর্মী

news24bd.tv আয়শা