কুয়েত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

কুয়েত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

অনলাইন ডেস্ক

কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভ্রমণ।

তবে কোভিডের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে। ঝুঁকিপূর্ণ দেশ ভ্রমণকারী যাত্রীদের এখনও সরাসরি কুয়েতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

গালফ নিউজে প্রকাশিত এক সংবাদে এ তথ্য দেয়া হয়েছে।

সংবাদে আরও বলা হয়, ২১ ফেব্রুয়ারি থেকে ভ্রমণ শুরু হওয়ার পর এয়ারলাইন্সের যাত্রীদের পিসিআর পরীক্ষার ব্যয় বহন করতে হবে। যার পরিমা ৩০ কুয়েতি দিনার, যা স্বয়ংক্রিয়ভাবে টিকিটের মূল্যের সঙ্গে যুক্ত হবে। কুয়েত সিভিল এভিয়েশন মহাপরিচালকের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:


দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে উই কালারফুল ফেস্ট

প্রেমিকাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ব্লাকমেইল করতো নাজমুল

ঈদে মিলাদুন্নবীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

বাবার হাত থেকে মুক্তি চেয়ে আমিরাতের রাজকুমারীর ভিডিও বার্তা (ভিডিও)


কুয়েত বিমানবন্দর কর্তৃপক্ষ পিসিআর স্টেশন এবং সাইট ল্যাবরেটরিগুলি বরাদ্দের বিষয়ে কাজ করছে। কারণ কুয়েতে আগত ভ্রমণকারীদের একটি কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।

২১ ফেব্রুয়ারি থেকে কুয়েত ভ্রমণে প্রত্যাশী সব নাগরিক এবং বাসিন্দাদের নিজ খরচে ব্যয়ে প্রথম সাতদিন একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এবং হোটেল ভাড়া নিজেদেরকে বহন করতে হবে।

news24bd.tv আহমেদ