মিনিকেট চালে পুষ্টিগুণ নেই, সবাইকে লাল চাল খাওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

মিনিকেট চালে পুষ্টিগুণ নেই, সবাইকে লাল চাল খাওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

মিনিকেট চালে কোন পুষ্টিগুণ নেই। এই ব্যান্ড বন্ধে ১৮টি মন্ত্রনালয়ের ১৮টি সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার রাজধানীর ইস্কাটন গাডেন প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সপ্তম বর্ষে পদাপণ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্য মন্ত্রী এই কথা বলেন।

এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের পাঁচ বছরের উল্লেখযোগ্য অর্জন ও গবেষণাসমূহ তুলে ধরে নিরাপদ খাদ্য তালিকায় সবাইকে লাল চাল খাওয়ার আহবান জানান খাদ্যমন্ত্রী।

খাদ্যের মান নিয়ন্ত্রণে সামনের রমযান মাসে বাজার মনিটরিং ব্যবস্থাও জোরদার করার কথা জানান তিনি।


প্রেমিক হতে হলে বিশ্বস্ত হতে হবে: প্রভা

ডার্ক চকলেটের পুষ্টিগুণ

মরুভূমিতে পথ হারিয়ে একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু

আমার বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি : নাসিরের সাবেক প্রেমিকা


সংবাদ সম্মেলনে নিরাপদ খাদ্য অধিদপ্তরেরে নেয়া বিভিন্ন উদ্যোগগুলোর সার্বিক অবস্থা নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খাতুন এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার।

news24bd.tv / নকিব