নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, শিক্ষার্থী নিহত

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, শিক্ষার্থী নিহত

Other

নওগাঁর মহাদেবপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার শ্যামপুর এলাকায় মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম পলাশ হোসেন (১৯)। তিনি নওগাঁ পৌরসভার চকমুক্তার এলাকার আইয়ুব আলীর ছেলে।

পলাশ নওগাঁ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন:


দুই মাস ধরে নিজের মেয়েকে ধর্ষণ, দাদা-দাদিকে বলেও রেহাই পায়নি কিশোরী!

৫ মাসে পাঁচ মৃত কিশোরীকে ধর্ষণ করে মুন্না

মায়ের সঙ্গে পরকীয়া, মেয়ের সঙ্গে ‌‘শারীরিক সম্পর্ক’ খুনের কারণ

পরকীয়া প্রেমিককে ৫ টুকরো করার পর বাঁচতে স্বামীকে ফোন দেন পারভীন (ভিডিও)

যে কারণে ইসলাম ছেড়ে ইহুদি ধর্মে কুয়েতের নারী কণ্ঠশিল্পী (ভিডিও)


পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলা সদর থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে নওগাঁ শহরে যাচ্ছিলেন পলাশ হোসেন। এ সময় মহাদেবপুরগামী একটি ট্রাক মহাদেবপুর-নওগাঁ সড়কের শ্যামপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পলাশের।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মহাদেবপুর থানা পুলিশ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পলাশের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

news24bd.tv তৌহিদ