শূকর ব্যবসায় অর্জিত অর্থ খেয়ে গেল উইপোকায়!

শূকর ব্যবসায় অর্জিত অর্থ খেয়ে গেল উইপোকায়!

অনলাইন ডেস্ক

ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার মায়লাভরমের বাসিন্দা বিজলি জামালায়া। ব্যাঙ্কে ভরসা না করতে পেরে কষ্টের জমানো টাকা গচ্ছিত রেখেছিলেন লোহার ট্রাঙ্কে। আর সেটাই কাল হয়ে দাঁড়ালো তার। টাকাগুলো শেষ পর্যন্ত গেল উইয়ের পেটে।

বিজলি পেশায় একজন শূকর ব্যবসায়ী। ব্যবসায় যা টাকা মুনাফা করতেন, সেই টাকা জমাতে শুরু করেন মাথার উপর একটা ছাদ তৈরি করার জন্য।

কিন্তু ব্যাঙ্কে ভরসা রাখতে পারেননি তিনি। তার মনে হয়েছে ব্যাঙ্কের চেয়ে অনেক বেশি সুরক্ষিত লোহার ট্রাঙ্ক।

সুতরাং,একটা লোহার ট্রাঙ্ক কিনে এনে সেখানে প্রতি দিনের অর্জিত টাকা রাখতে শুরু করেন তিনি। এ ভাবে প্রায় ৫ লক্ষ টাকা নগদ জমান ওই ট্রাঙ্কে। বেশির ভাগই ছিল ২০০ এবং ৫০০ টাকার নোট।

উপর থেকে ঠিকঠাক দেখালেও নীচ দিয়ে যে উইপোকা সেই টাকায় ভাগ বসাচ্ছে সেটা ঘুণাক্ষরেও টের পাননি বিজলি।

সম্প্রতি ট্রাঙ্ক খুলতেই চোখ কপালে ওঠে তার। টাকার বান্ডিলের উপর ঘুরে বেড়াচ্ছিল হাজার হাজার উইপোকা। টাকাও ছিন্নভিন্ন। এই দৃশ্য দেখে হতাশায় ভেঙে পড়েন বিজলি।

লোক জানাজানি হওয়ার ভয়ে সকলের আড়ালে সেই অচল টাকাগুলোকে ব্যাগে ভরে রাস্তার এক ধারে গিয়ে ফেলে আসেন।


ডার্ক চকলেটের পুষ্টিগুণ

অবশেষে জনসম্মুখে কিম জং উনের স্ত্রী

মরুভূমিতে পথ হারিয়ে একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু

আমার বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি : নাসিরের সাবেক প্রেমিকা


গত মঙ্গলবার প্রতিবেশী শিশুরা খেলার সময় তাদের নজরে পড়ে ব্যাগভর্তি টাকা।

এলাকায় হইটই পড়ে যায়। এতগুলো টাকা কার তা নিয়ে কৌতুহল বাড়তে থাকে। শেষমেশ পুলিশ এসে তদন্ত শুরু করতেই বিজলির নাম এবং গোটা বিষয়টি প্রকাশ্যে আসে।

news24bd.tv / নকিব