মানসম্পন্ন নয় অধিকাংশ হেলথ অ্যাপ

মানসম্পন্ন নয় অধিকাংশ হেলথ অ্যাপ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের অর্গানাইজেশন ফর দ্য রিভিউ অব কেয়ার অ্যান্ড হেলথ অ্যাপস সম্প্রতি জানিয়েছে হেলথ অ্যাপগুলোর ৮০ শতাংশই মান সম্পন্ন নয়।

হেলথ অ্যাপ রিভিউ বিষয়ক অ্যাপটির সিইও লিজ আসাল পাইনির মতে, অ্যাপগুলোতে তথ্য হালনাগাদ, সিকিউরিটি আপডেট পাঠানো ও নজরদারির অভাব রয়েছে।

তিনি জানান, রিভিউয়ের মাধ্যমে রোগীদেরকে অ্যাপ ব্যবহারের পরামর্শ দেয় তারা।

অনলাইনে স্বাস্থ্য বিষয়ক ৩ লাখ ৭০ হাজার অ্যাপ আছে।

এখন পর্যন্ত ৫ হাজার অ্যাপ রিভিউ করেছে অরকা।

তবে অ্যাপগুলোর সাধারণ কিছু সমস্যা চিহ্নিত করে তারা। যেমন:বিশেষজ্ঞদের সহায়তা ছাড়াই বিভিন্ন পরামর্শ দিচ্ছে ডায়াবেটিস ম্যানেজমেন্ট অ্যাপ, ফিজিও থেরাপি অ্যাপেরও একই অবস্থা। ধূমপান ছাড়তে সহায়ক অ্যাপে সিকিউরিটি আপডেট পাঠানো হয়নি ২ বছর।


ডার্ক চকলেটের পুষ্টিগুণ

অবশেষে জনসম্মুখে কিম জং উনের স্ত্রী

মরুভূমিতে পথ হারিয়ে একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু

আমার বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি : নাসিরের সাবেক প্রেমিকা


ডাক্তার জার্মাইন রেভালিয়ারের মতে, অনেক অ্যাপ খুব দায়সারাভাবে তৈরি করা হয়েছে। মানসম্পন্ন অ্যাপ তৈরির জন্য নির্দিষ্ট একটি রোগে আক্রান্ত অনেকের নমুনা নিতে হয়। অ্যাপে তথ্য প্রদানের জন্য বড় পরিসরে জরিপ চালানো হয় না।

news24bd.tv / নকিব