ট্রলিচাপায় মুক্তিযোদ্ধা নিহত

ট্রলিচাপায় মুক্তিযোদ্ধা নিহত

Other

মাদারীপুরে অবৈধ ট্রলির চাপায় বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল করিম (৭০) নিহত হয়েছে। নিহত মুন্সি রেজাউল করিম পূয়ালী মাদারীপুর গ্রামের মৃত্যু মুন্সি রফিজ উদ্দিন আহম্মেদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মাদারীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে আসার সময় ইটেরপুল-পাথরিয়ারপাড় সড়কের সানমুন্দি নামক স্থানে অপরদিক থেকে আসা ট্রলি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুন্সি রেজাউল করিম নিহত হয়।

ঘটনার সাথে সাথে ট্রলিচালক ট্রলি ফেলে পালিয়ে যায়। তবে ট্রলি চালক ও মালিকের সন্ধান ও নাম ঠিকানা পায়নি পুলিশ। এ ঘটনায় নিহতের গ্রামের বাড়ি ও ভূরঘাটা বাজারের বাড়িতে চলছে শোকের মাতম চলছে।

আরও পড়ুন:


মায়ের সঙ্গে পরকীয়া, মেয়ের সঙ্গে ‌‘শারীরিক সম্পর্ক’ খুনের কারণ

পরকীয়া প্রেমিককে ৫ টুকরো করার পর বাঁচতে স্বামীকে ফোন দেন পারভীন (ভিডিও)

যে কারণে ইসলাম ছেড়ে ইহুদি ধর্মে কুয়েতের নারী কণ্ঠশিল্পী (ভিডিও)

প্রেমিকের ৫ খণ্ড মরদেহের পাশে বসে ছিলেন প্রেমিকা শাহনাজ

সূরা তাওবায় কেন ‘বিসমিল্লাহ’ নেই, কি বিষয়ে সূরাটি নাযিল


তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন এবং কর্ম জীবনে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ছিলেন।

খবর পেয়ে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান ঘটনাস্থলে আসেন। সেখান থেকে মোটরসাইকেল ও নছিমনটি জব্দ করেন।

ওসি মো. হাসানুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ট্রলি জব্দ করা হয়েছে।

news24bd.tv তৌহিদ