নোয়াখালীতে মির্জা কাদেরের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

নোয়াখালীতে মির্জা কাদেরের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

Other

মাহফিল চলাকালীন একজন মুফতিকে মারধর ও মামলা দিয়ে কোর্টে প্রেরণের প্রতিবাদে নোয়াখালীতে আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজত। বুধবার দুপুর ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জেলা শহর মাইজদীর জামে মসজিদ চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়।  

হেফাজত ইসলাম জেলা শাখার সভাপতি আল্লামা শিব্বির আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ অনেকে।

আরও পড়ুন:


নোয়াখালীতে সেই নারীকে ধর্ষণের ঘটনায় দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন

স্ত্রী’র দায়েরকৃত মামলায় পুলিশের এসআই কারাগারে

ভালোবাসা দিবসে ভাবিকে ধর্ষণ, অভিযুক্ত দেবর গ্রেপ্তার

পাঁচ জেএমবি সদস্যকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড


এ সময় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জে সিরাজপুরে গত ১০ ফেব্রুয়ারি মাহফিলে ওয়াজ চলাকালীন সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা ও তার সন্ত্রাসী বাহিনী মুফতি ইউনুসকে মারধর করে।

পরে মুফতি ইউনুসসহ দুইজনকে আটক করে মোট পাঁচ জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেয়ার মিথ্যা অভিযোগ এনে মামলা দেয়। পরে তারা আদালতের মাধ্যমে জামিন পান।  

বক্তারা, মির্জা কাদেরকে পাগল আখ্যা দিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ মির্জা কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান।  

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

news24bd.tv / কামরুল