সমুদ্র তীরে সৌদি আরবের বিলাসবহুল ফিউচার সিটি

অনলাইন ডেস্ক

লোহিত সাগরের তীরে গড়ে উঠছে সৌদি আরবের বিলাসবহুল ফিউচার সিটি। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাধাণীন এই সিটিতে থাকবে কৃত্রিম চাঁদ, উড়ন্ত ট্যাক্সির মতো দুর্দান্ত সব আয়োজন। কার্বনমুক্ত শহরটিতে বসবাস করতে পারবে ১০ লাখেরও বেশি মানুষ। বাকিটা দেখুন আসমা তুলির ডেস্ক রিপোর্টে।

সৌদি আরবের উত্তর পূর্বাঞ্চলে ১০ হাজার ২৩০ বর্গকিলোমিটার এলাকায় তৈরি করা হচ্ছে অত্যাধুনিক রাজসিক এই শহরটি। যেটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫০০ বিলিয়ন ডলার বা ৫০ হাজার কোটি টাকা।

দুর্দান্ত এই ভবিষ্যত সিটিতে থাকবে কৃত্রিম চাঁদ। থাকবে উড়ন্ত ট্যাক্সির ব্যবস্থাও।

বাড়িঘর পরিষ্কারের কাজ করবে রোবট। এখানেই শেষ নয়, পুরো শহরটি হবে কার্বনমুক্ত। তাই এতো এতো অভাবনীয় নান্দনিক সুবিধার ভবিষ্যত ভান্ডারটিকে বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসাবে আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ ।

এরই মধ্যে লোহিত সাগরের তীরে নিজের রাজসিকতার ছাপ রেখে চলচে শহরটি। 'নিওম' নামের  প্রকল্পের আওতায় নির্মাধীন শহরটিতে ঠাঁই হবে ১০ লাখেরও বেশি মানুষের। শৈল্পিক এবং আভিজাত্যে ঠাসা শহরটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৫ সালে।

আরও পড়ুন:


নোয়াখালীতে সেই নারীকে ধর্ষণের ঘটনায় দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন

স্ত্রী’র দায়েরকৃত মামলায় পুলিশের এসআই কারাগারে

ভালোবাসা দিবসে ভাবিকে ধর্ষণ, অভিযুক্ত দেবর গ্রেপ্তার

পাঁচ জেএমবি সদস্যকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড


news24bd.tv / কামরুল