অনলাইনে প্রতারণার নতুন ফাঁদ

অনলাইনে প্রতারণার নতুন ফাঁদ

Other

৫ জনের তিন জনই কিশোর। লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অনলাইনে পণ্য বিক্রির নামে নতুন ফাঁদ পেতেছিল তারা। গেল ছয় মাসে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা। শেষ পর্যন্ত অবসান ঘটল এই বাণিজ্যের।

৫ সদস্যকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।  

কয়েকজন কিশোর ও তরুণদের চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলেছিল প্রতারণার নতুন ফাঁদ। লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিদেশ থেকে অল্প দামে পণ্য এনে দেয়ার নামে মানুষের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম হিসেবে নিতো মোটা অংকের টাকা। আর টাকা পেলেই সব ধরণের যোগাযোগ বন্ধ করে দিত চক্রটি।


পরমাণু ইস্যু: নিষেধাজ্ঞা ও সমঝোতা একসঙ্গে অসম্ভব মার্কেলকে রুহানি

যে কারণে বনি ইসরাইলদের এতো মর্যাদা দান করেছিলেন আল্লাহ

ইয়েমেন সংকট সমাধানে ইরানকে ভূমিকা রাখার আহ্বান আমেরিকার

ইদলিব সমঝোতা বাস্তবায়নের আহ্বান ইরান-রাশিয়া-তুরস্কের


তাদের প্রতারণার শিকার হয়েছেন অনলাইন শপের এই উদ্যোক্তা। জানান, অনলাইন শপের জন্য মেয়েদের ৬০টি ব্যাগ অর্ডার করেন তিনি। যার মধ্যে ৩০ হাজার টাকা অগ্রিমও দেন। টাকা দেয়ার কিছুদিন পরেই বুঝেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

পুলিশ বলছে, ছয় মাসে বহু মানুষের সাথে প্রতারণা করেছে চক্রটি। মূলত, প্রথমে অ্যাডভান্স চাওয়া হয়। তাতে রাজি না হলে কৌশলে ডেলিভারি চার্জ নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়াই ছিল চক্রটির কাজ।

শুধু রাজপথেই নয় সাইবার ভিত্তিক অধিকাংশ অপরাধ কিশোররাই ঘটাচ্ছে বলেও জানান পুলিশ।

news24bd.tv আয়শা