ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চালকসহ নিহত ২

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চালকসহ নিহত ২

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জের মুকসুদপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার ফুকসা এলাকার মুছা মৃধার ছেলে ট্রাকচালক সজীব মৃধা (২৩) ও ঝিনাইদহ জেলার মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুকের ছেলে শ্রমিক শাহিন (২৫)।

ভাংগা হাইওয়ে থানার এএসআই মো. আবদুল জব্বার মোল্লা ঘটনার এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:


কোম্পানীগঞ্জে কাদের মির্জার ডাকে হরতাল চলছে

বরিশালে বিএনপির মহাসমাবেশ আজ

বরিশালে সমাবেশের উদ্দেশে ইশরাকের বিশাল গাড়িবহর

সোনালী ও জনতা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রিজের কাছে বরিশালগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

এসময় চালক সজীব ট্রাকের ভিতর চাপাপড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিলে শাহিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়। এতে ভোগান্তির শিকার হয় দূরপাল্লার সাধারণ যাত্রীরা।

news24bd.tv আহমেদ