অবশেষে নেতানিয়াহুকে বাইডেনের ফোন

অবশেষে নেতানিয়াহুকে বাইডেনের ফোন

অনলাইন ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  গত এক মাস আগে ক্ষমতা গ্রহণের পর বিশ্বের বিভিন্ন দেশে সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে টেলিফোনে আলাপ করলেও জো বাইডেন এতদিন ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন নি। অবশেষে গতকাল (বুধবার) নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন তিনি।

নেতানিয়াহুর কার্যালয় থেকে টেলিফোন সংলাপ সম্পর্কে বলা হয়েছে, জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর ফোন আলাপ ছিল উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ।

প্রায় এক ঘন্টা সংলাপে দুজন কথিত ডিল অফ দ্যা সেঞ্চুরি এবং ইরান ও করোনাভাইরাস বিরোধী লড়াই নিয়ে কথা বলেন।  

ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে দু পক্ষ সামনের দিনগুলোতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং ইসরাইল ও আমেরিকার মধ্যকার সম্পর্ক আরো জোরদার করা বিষয়ে আলোচনা করেছেন।


৩ কোটি টাকার গরু!

মিয়ানমারে গাড়ি নষ্টের অজুহাতে সড়ক অবরোধ

অবশেষে জনসম্মুখে কিম জং উনের স্ত্রী

শূকর ব্যবসায় অর্জিত অর্থ খেয়ে গেল উইপোকায়!


এ বিষয়ে জো বাইডেনও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেন নি।  ইসরাইলের নিরাপত্তার ব্যাপারে বরাবরের মতো আমেরিকার অব্যাহত সমর্থন থাকবে বলে জানিয়েছেন জো বাইডেন

সূত্রঃ পার্সটুডে

news24bd.tv / নকিব