বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
৭ কুকুরের কামড়ে আহত ১৩
অনলাইন ডেস্ক
৭ পাগলা কুকুরের কামড়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ শিশুসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হীরাঝিল আবাসিক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশন ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকায় এক দল কুকুর হঠাৎ করে মানুষের উপর চড়াও হয়ে আক্রমণ করে। এরপরই এলোপাতাড়ি সবাইকে কামড়ানো শুরু করে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে কুকুরগুলোকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে আহতদের উদ্ধার করেন।
আমার বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি : নাসিরের সাবেক প্রেমিকা
সুশান্তের দেখানো পথে তারই সহ-অভিনেতার আত্মহনন!
আমার বিচ্ছেদ নিয়ে এত আগ্রহ কেন আপনাদের : শবনম ফারিয়া
এআরও পদে নিয়োগ দেবে ব্যাংক এশিয়া
ভুক্তভোগী আবদুল লতিফের ছেলে বাবলু জানান, আমার বাবা বাইরে হাঁটতে বের হয়েছিলেন। হঠাৎ কুকুর এসে তার পায়ে কামড় দেয়। ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ভুক্তভোগী আল-আমীন বলেন, কাজ সেরে রাতে বাসায় ফিরছিলাম। তখন পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসি থেকে ইনজেকশন নিয়েছি।
এ ঘটনায় আহতদের কেউ কেউ রাজধানীর মহাখালীতে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে প্রতিষেধক ইনজেকশন নিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ফরহাদ হোসাইন জানান, কুকুরে কামড়ে আহতদের রেবিক্স ডিসি ইনজেকশন দিতে হয়। এক মাসে মোট ৫ ডোজ ইনজেকশন দিতে হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সি ই ও) মো: আবুল আমীন বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য