ইয়াবা নিয়ে ধরা : সাজা বই পড়া-সিনেমা দেখা ও গাছ লাগানো
ব্যতিক্রমী রায়

ইয়াবা নিয়ে ধরা : সাজা বই পড়া-সিনেমা দেখা ও গাছ লাগানো

অনলাইন ডেস্ক

এক মাদক মামলার আসামীকে কারাদণ্ডের বদলে মুক্তিযুদ্ধের বই পড়া, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি দেখা ও ৫টি গাছ রোপণের আদেশ দিয়েছেন আদালত। ৩০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়া মো. রাজিব হোসেনকে বৃহস্পতিবার ব্যতিক্রমি এই সাজা দেন মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার।  

ব্যতিক্রমী রায়ে বিচারক আসামি রাজুকে সংশোধনের সুযোগ দিয়ে তাকে মহান মুক্তিযুদ্ধের ওপর প্রকাশিত ‘একাত্তরের দিনগুলি’, ‘একাত্তরের চিঠি’ দুটি বই পড়ার আদেশ দেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের ওপর নির্মিত সিনেমা ‘আগুনের পরশমণি’ দেখার নির্দেশ দিয়েছেন।

একইসঙ্গে আসামি রাজুকে দুটি বনজ ও তিনটি ফলদবৃক্ষ রোপন করতে হবে।


বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

স্বামী-স্ত্রীর ঝগড়ায় প্রাণ গেল যুবকের

আমার বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি : নাসিরের সাবেক প্রেমিকা

সুশান্তের দেখানো পথে তারই সহ-অভিনেতার আত্মহনন!


 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, আসামি রাজিব হোসেনকে শাস্তির পরিবর্তে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে এক বছরের জন্য প্রবেশন মঞ্জুর করা হলো। এই সময়ের মধ্যে আসামি একই ধরনের বা অন্য কোনো অপরাধ করবেন না। মাদকসেবন করবেন না, খারাপ সঙ্গীর সঙ্গে মিশবেন না।

কোর্ট ও আইন প্রয়োগকারী সংস্থা তলব করলে যথাসময়ে উপস্থিত হবেন।

তবে আসামি যদি উল্লিখিত কোনো শর্ত ভঙ্গ করেন বা তার আচরণ সন্তোষজনক না হয়, তাহলে তার প্রবেশন বাতিল হবে। শাস্তি হিসেবে তাকে ৬ মাসের কারাভোগ করতে হবে।  

২০১৭ সালের ৬ নভেম্বর আসামি রাজিব হোসেন রাজুকে গেন্ডারিয়া থানা এলাকায় থেকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

news24bd.tv/আলী