করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪১০; এ পর্যন্ত মোট প্রাণহানি ৮,৩৮৪; মোট শনাক্ত ৫,৪৪,৯৫৪
ফোল্ডেবল আইফোন নিয়ে কাজ করছে অ্যাপল
অনলাইন ডেস্ক
ফোল্ডেবল আইফোন নিয়ে কাজ শুরু করেছে অ্যাপল। তাদের ল্যাবে ইতিমধ্যেই এটির প্রোটোটাইপ ফোল্ডেবল স্ক্রিনের পরীক্ষা-নিরীক্ষা চলছে।
আইফোন ১২ প্রো ম্যাক্সের মতো ফোল্ডেবল ফোনটির স্ক্রিনও হবে ৬.৭ ইঞ্চি। স্ক্রিনের নিচে লুকানো থাকবে হিঞ্জ।
সব কিছু ঠিক থাকলে সামনের বছরই ফোল্ডেবল আইফোনের দেখা মিলতে পারে। তবে কারিগরি কোনো সমস্যা ঠিক করতে না পারলে ফোল্ডেবল আইফোন নির্মাণের প্রকল্প বাতিলও করতে পারে অ্যাপল।
চলতি অ্যাপলের মনোযোগের কেন্দ্রে থাকবে নতুন আইফোন সিরিজ। এবার আইফোনে ফেইস আইডির পাশাপাশি থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মাস্ক পরে ফেইস আইডি দিয়ে ফোনের লক খোলা যায় না। ফেইস আইডি দিয়ে ফোনের লক খুলতেও সময় লাগে।
অবশেষে জনসম্মুখে কিম জং উনের স্ত্রী
মরুভূমিতে পথ হারিয়ে একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু
শূকর ব্যবসায় অর্জিত অর্থ খেয়ে গেল উইপোকায়!
তাই ২০১৭ সালে আইফোন ১০ এ বাতিল করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি ফিরিয়ে আনতে যাচ্ছে অ্যাপল। এতোদিন পর্যন্ত শুধু ম্যাক ল্যাপটপ ও সাশ্রয়ী দামের আইফোনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেছে।
আইফোন ছাড়াও এ বছর নতুন আইপ্যাড প্রো আনবে অ্যাপল। এতে থাকবে মিনিএলইডি ডিসপ্লে ও দ্রুতগতির প্রোসেসর। এর সঙ্গে দেখা মিলবে নতুন আইপ্যাড এয়ারের।
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য