বিয়েতে গান বাজনা বন্ধ করে কুরআন তেলাওয়াত

বিয়েতে গান বাজনা বন্ধ করে কুরআন তেলাওয়াত

অনলাইন ডেস্ক

বিয়ে মানে আনন্দ বিয়ে মানেই উৎসব। আর সেই উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিতে বিয়েতে আয়োজন করা হয় নাচ গান ডিজের। ছেলে-মেয়ের বিয়েতে গান বাজনা বা আতশবাজি পুড়িয়ে প্রায়ই আনন্দ করে পরিবারের লোকজন। তবে সেক্ষেত্রে ব্যতিক্রমী এক নজির গড়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ হাফিজুল্যাহ চৌধুরী।

ছেলের বিয়েতে গান-বাদ্য ও আতশবাজির পরিবর্তে কুরআন তেলাওয়াতের আয়োজন করেন তিনি। এ কারণে সবখানে ব্যাপক প্রশংসিত হয়েছেন এই বাবা। ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।


বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

স্বামী-স্ত্রীর ঝগড়ায় প্রাণ গেল যুবকের

আমার বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি : নাসিরের সাবেক প্রেমিকা

সুশান্তের দেখানো পথে তারই সহ-অভিনেতার আত্মহনন!


 

ব্যতিক্রমধর্মী এ আয়োজন সম্পর্কে ব্যবসায়ী মোহাম্মদ হাফিজুল্যাহ চৌধুরী বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ছেলের বিয়েতে এ আয়োজন আল্লাহর খুশির জন্য।

সব মুসলমান মা-বাবার কাছে অনুরোধ তারাও যেন তাদের সন্তানের বিয়েতে এমন আয়োজন করেন। আল্লাহ তাদের আগামীর সংসারে বরকত দান করবেন।

নিজের বিয়েতে এমন আয়োজন সম্পর্কে বর ফখরুল ইসলাম পাভেল বলেন, আমার বাবার এ আয়োজন খুবই চমৎকার। আমি বলবো আমার জন্য এটা বাবার পক্ষ থেকে অনন্য উপহার। আমি চাই প্রত্যেক মা-বাবা যেন তাদের সন্তানদের বিয়েতে এমন আয়োজন করে।

news24bd.tv/আলী