টেক্সাসে বরফ ফুটিয়ে পানি খাওয়ার অনুরোধ

টেক্সাসে বরফ ফুটিয়ে পানি খাওয়ার অনুরোধ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তীব্র তুষারঝড়ে গত এক সপ্তাহে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এই ঝড়ে একই সাথে বিপর্যস্ত টেক্সাসের প্রায় ৭০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

তাছাড়া টেক্সাসের বর্তমান তাপমাত্রা নেমে এসেছে -১৮ ডিগ্রি সেলসিয়াসে, যা গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। এই তীব্র ঠান্ডায় পানির কল ছাড়লে তা লোহার পাইপকেও ফাটিয়ে ফেলতে পারে।

তাই কলের পানির পরিবর্তে টেক্সাসের বাসিন্দাদের বরফ ফুটিয়ে পানি খেতে বলা হয়েছে।


১৪ বছরের গরুর বিশ্বরেকর্ড!

মিয়ানমারে গাড়ি নষ্টের অজুহাতে সড়ক অবরোধ

অবশেষে জনসম্মুখে কিম জং উনের স্ত্রী

শূকর ব্যবসায় অর্জিত অর্থ খেয়ে গেল উইপোকায়!


গত বুধবার, টেক্সাসের পরিবেশ কমিশনের চেয়ারম্যান টবি বেকার বলেন, পানির ট্যাপগুলোকে ফেটে যাওয়া থেকে রক্ষা করতেই বাসিন্দাদের বরফ গলিয়ে পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে কোনভাবে পানির কল ফেটে গেলেও পানির লাইন বন্ধ করে রাখার অনুরোধ করেছেন তিনি। আর কেউ যদি কীভাবে পানির কল বন্ধ করতে হয় তা না জানেন তাহলে তাদের সাথে যোগাযোগেরও অনুরোধ করেছেন তিনি।

news24bd.tv / নকিব