রাজনৈতিক প্রতিহিংসার কারণে জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
আদালত অবমাননার দায়ে ড.মুহাম্মদ ইউনূসকে তলব করেছে হাইকোর্ট
অনলাইন ডেস্ক
ড. মুহাম্মদ ইউনূসকে ১৬ই মার্চ হাইকোর্ট তলব করেছেন। আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ওই দিন ড.ইউনূসকে ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে।
গ্রামীণ টেলিকমের ছাঁটাইকৃত কর্মীদের পুনঃনিয়োগে আদালতের আদেশ বাস্তবায়ন না করায় বৃহস্পতিবার এ আদেশ দেওয়া হয়।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামারুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
বরিশালে সমাবেশের উদ্দেশে ইশরাকের বিশাল গাড়িবহর
সোনালী ও জনতা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
যে কারণে থানায় অভিযোগ করলেন সৌরভের স্ত্রী ডোনা!
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সঙ্গে আলোচনা না করেই গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান স্বাক্ষরিত নোটিশে ৯৯ জন কর্মীকে ছাঁটাই করা হয়।
ইউনিয়নের আবেদন আমলে নিয়ে আদালত ছাঁটাইকৃত কর্মীদের পুনঃনিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপরও তাদের নিয়োগ না দেওয়ায় ড. ইউনূসের বিরুদ্ধে আদালত অবমানার মামলা হয়।
news24bd.tv আয়শা
পরবর্তী খবর
মন্তব্য