১.৩ বিলিয়ন ডলার চুরি করে উ. কোরিয়ার তিন হ্যাকার!
যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টে অভিযুক্ত তিন হ্যাকার

১.৩ বিলিয়ন ডলার চুরি করে উ. কোরিয়ার তিন হ্যাকার!

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অভিযোগ অভিযুক্ত হয়েছেন উত্তর কোরিয়ার তিন হ্যাকার।   গতকাল বুধবার উত্তর কোরিয়ার তিন সামরিক গোয়েন্দা কর্মকর্তা পার্ক জিন হিয়ক, জন চ্যাং হিয়ক ও কিম ইল বিরুদ্ধে এই অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট। তিন জনের বিরুদ্ধে বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলারসহ মোট ১.৩ বিলিয়ন ডলার চুরির অভিযোগ আনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়া বন্দুকের পরিবর্তে কীবোর্ড ব্যবহার করে বিভিন্ন দেশের ভার্চুয়াল মুদ্রা চুরি করেছে।

গত সাত বছরের বেশি সময় ধরে এই তিন গোয়েন্দা কর্মকর্তা হ্যাকিং করে আসছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, এই তিন জন উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের সাইবার নিরাপত্তায় তথা হ্যাকিং এর কাজে নিয়োজিত ছিলেন।


বিয়েতে গান বাজনা বন্ধ করে কুরআন তেলাওয়াত

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

স্বামী-স্ত্রীর ঝগড়ায় প্রাণ গেল যুবকের

আমার বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি : নাসিরের সাবেক প্রেমিকা


 

এর আগে তাদের বিরুদ্ধে উত্তর কোরিয়া, রাশিয়া ও চীন থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরির অভিযোগ আনা হয়েছিল।

জাস্টিস ডিপার্টমেন্ট বলেছে, গত সাত বছরের বেশি সময় ধরে এই তিন গোয়েন্দা কর্মকর্তা হ্যাকিং করে আসছেন।

পার্ক জিন হিয়ক গ্রুপটির অন্যতম হোতা হিসেবে পরিচিতি। তিনি কম্পিউটার প্রোগ্রামার।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ওই ঘটনার পাশাপাশি তার নেতৃত্বে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সনি করপোরেশন ও ২০১৭ সালে বিশ্বজুড়ে ‘ওয়ানাক্রাই ২.০ গ্লোবাল র‌্যানসমওয়্যার’ সাইবার আক্রমণ হয় বলে দাবি করছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ থেকে চুরি যাওয়া ৫৬১ কোটি টাকা এখনো ফেরত আসেনি। অর্থের বড় একটি অংশ ক্যাসিনোতে বিনিয়োগ করা হয়। সেই ক্যাসিনোর বিরুদ্ধেও মামলা চলছে।

news24bd.tv/আলী