ট্রাক উঠতেই ভেঙে গেল ব্রিজ

ট্রাক উঠতেই ভেঙে গেল ব্রিজ

Other

বেইলিব্রিজ ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ। বৃহস্পতিবার দুপুরের বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়ন সীমান্তবর্তী বাঙালহালিয়া এলাকায় রাঙামাটি-বান্দরবান সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে চালকসহ চারজন আহত হয়েছে।

দুর্ঘটনার পর থেকে রাঙামাটি ও বান্দরবান জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ।

আরও পড়ুন: 


স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া, প্রেমিক ধরা

পরকীয়া প্রেমিকের হারিয়ে যাওয়া ফোনে স্বামী হত্যার রহস্য ফাঁস

পরকীয়া প্রেমিকাসহ ধরা যুবদল নেতা

পরকীয়া প্রেম: রাতভর আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার শেষ সীমানা ও বান্দবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়ন সীমান্তবর্তী বাঙালহালিয়া এলাকায় মালবাহী একটি ট্রাক ব্রীজ পার হওয়ার সময় বেইলিব্রিজ ভেঙে যায়। এতে মালবাহী ট্রাকটি খালে পড়ে চালকসহ চারজন আহত হয়েছেন। তাৎক্ষণিক সেনাবাহিনী ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলে উদ্দিন চৌধুরী জানান, বান্দরবান রাঙামাটি সড়কের ৩২ কিলোমিটার এলাকায় অতিরিক্ত মালবাহী একটি ট্রাক বেইলী ব্রীজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

খুব দ্রুত সড়কটি চালু করার চেষ্টা করা হচ্ছে।

news24bd.tv তৌহিদ