গুড়িয়ে দেয়া হলো ট্রাম্পের প্লাজা হোটেল ও ক্যাসিনো

গুড়িয়ে দেয়া হলো ট্রাম্পের প্লাজা হোটেল ও ক্যাসিনো

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটির ব্রডওয়েতে অবস্থিত ট্রাম্প প্লাজা হোটেল এবং ক্যাসিনো। এক সময় সেখানে অর্থের ঝনঝানি শোনা যেত। কিন্তু এখন আর আগের সেই জৌলুস নেই। বুধবার মাত্র কয়েক সেকেন্ডে গুড়িয়ে দেয়া হয়েছে সেই ক্যাসিনো।

এ সময় ভবন ধস দেখতে জড়ো হওয়া দর্শনার্থী হর্ষধ্বনি দেয়।

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলও দাঁড়িয়ে থেকে এই ভবন ধস দেখেন। তিনি বলেন, এই যে ডাইনামাইটসের শব্দ শুনতে পাচ্ছেন, মানে বিস্ফোরণ হয়েছে, মনের মধ্যে একটা ভয় ধরিয়ে দিচ্ছে।

১৯৮৪ সালে খোলা হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক এই ক্যাসিনো।

দীর্ঘ ৩০ বছর ব্যবসা করে এই ক্যাসিনো। এই হোটেল দিয়েই ট্রাম্পের উত্থান-পতনকে মাপা সম্ভব। একসময় এই হোটেল-ক্যাসিনো বহু বক্সিং বিশ্ব টাইটেলের লড়াই অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন:


যে দামে মুস্তাফিজকে নিলেন রাজস্থান

আইপিএলের নিলামে যে দামে বিক্রি হলনে সাকিব

প্রেমিকার মাকে নিয়ে পালিয়েছে মেয়ের প্রেমিক

আলজাজিরায় তথ্যচিত্র প্রচারের দায়ে সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

এবার নিবন্ধনের আওতায় আসছে অটোরিকশা-ইজিবাইক


২০১৬ সালে এই প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। এরপর এটি কিনে নেন বিলিওনিয়ার বিনিয়োগকারী কার্ল ইচাহন। এটি গুড়িয়ে দিতে গত বছর আবেদন করেছিলেন ইচাহন।

ট্রাম্পের পরিত্যক্ত এই হোটেলটি ৩ হাজার স্টিক ডাইনামাইট দিয়ে গুড়িয়ে দেয়া হয়। স্থানীয় সময় বুধবার সকাল ৯টায় কিছুক্ষণ পর এই ভবন ধসের ঘটনা দেখতে উৎসুক জনতা জড়ো হয়। মাত্র ২০ সেকেন্ডে গুড়িয়ে যায় ৬১৪ রুমের এই রিসোর্টটি।

news24bd.tv / কামরুল