নারায়ণগঞ্জে পিকে হালদারের গোপন গুদাম থেকে শত শত দলিল উদ্ধার, প্রাথমিকভাবে ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ করেছে দুদক, এসব জমির বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা
নিজ স্ত্রীর বোনের মেয়েকে অপহরণ ও ধর্ষণ
অনলাইন ডেস্ক
বিয়ের দুই মাসের মাথায় রুবেল মিয়া তার স্ত্রীর বড় বোনের মেয়েকে বিয়ের প্রলোভনে অপহরণ করে ধর্ষণ করেন।বিষয়টি কিশোরীর পরিবার গোপনে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে থানায় মামলা করেন।
ঘটনাটি ঘটে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়।
মামলার পরে কিশোরীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
বিয়েতে গান বাজনা বন্ধ করে কুরআন তেলাওয়াত
বিয়ে করিনি গোপনও রাখিনি : মেহ্জাবীন
নগ্ন ভিডিও ছড়িয়ে তরুণীর দুই বিয়ে ভাঙ্গলেন ভণ্ড প্রেমিক
ফেরদৌস নয় তাজউদ্দীন হচ্ছেন রিয়াজ
রুবেল ঈশ্বরগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। সম্পর্কে রুবেল ওই কিশোরীর খালু।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন। ওসি জানান, গেলো বছরের ২০ ডিসেম্বর ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে রুবেল। ঘটনার প্রায় দুই মাস পর গেলো ১৫ ফেব্রুয়ারি মামলা করেন কিশোরীর বাবা। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সবুর জানান, রুবেল গেলো বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে তারাকান্দার ডাকুয়া ইউনিয়নে বিয়ে করেন। বিয়ের দুই মাসের মাথায় তার স্ত্রীর বড় বোনের মেয়েকে বিয়ের প্রলোভনে অপহরণ করে। বিষয়টি কিশোরীর পরিবার গোপনে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে থানায় মামলা করেন।
এসআই আরও বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল অপহরণ ও ধর্ষণের কথা স্বীকার করেছে। আজ বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরীর ফরেনসিক পরীক্ষা করা হয়েছে।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য