স্বাধীনতা পুরস্কার-২০২১ পেলেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধে একেএম বজলুর রহমান (মরণোত্তর) আখতারুজ্জামান চৌধুরী (মরণোত্তর) শহীদ আহসান উল্লাহ মাস্টার (মরণোত্তর) খুরশিদ উদ্দিন আহমেদ (মরণোত্তর) ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি) মহাদেব সাহা (সাহিত্য), আতাউর রহমান (সংস্কৃতি) গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি) অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (গবেষণা ও প্রশিক্ষণ)
২৭ দিন পর বাইডেনের ফোন পেলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
অবশেষে প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন পেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী। এজন্য নেতানিয়াহুকে অপেক্ষা করতে হয়েছে ২৭ দিন। তেলআবিব জানায়, বুধবার সেই ফোনালাপে উঠে আসে ইরানকে মোকাবিলার কৌশল। ছিলো ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর পারষ্পরিক সম্পর্কের নানা বিষয়ও। এদিকে, উইঘুর ইস্যুতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীনকে ফের কড়া হুঁশিয়ারি দিলেন বাইডেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন পেয়েছিলেন ক্ষমতাগ্রহণের মাত্র দুদিন পর। যেখানে জো বাইডেন ফোন করলেন ২৭ দিন পর। বুধবার কথা হয় এই দুই নেতার। ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর থেকেই বাইডেন ফোনে বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু ফোন পাচ্ছিলেন না নেতানিয়াহু। ধারণা করা হচ্ছিলো, বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রীকে এড়িয়ে যাচ্ছেন। কারণ ক্ষমতায় আসা নতুন নেতাদের সৌজন্যতার রীতিতে এই ধরনের ফোনকলকে সাধারণত এভাবেই বিশ্লেষণ করেন কূটনৈতিক বিশ্লেষকরা।
বিয়েতে গান বাজনা বন্ধ করে কুরআন তেলাওয়াত
বিয়ে করিনি গোপনও রাখিনি : মেহ্জাবীন
নগ্ন ভিডিও ছড়িয়ে তরুণীর দুই বিয়ে ভাঙ্গলেন ভণ্ড প্রেমিক
ফেরদৌস নয় তাজউদ্দীন হচ্ছেন রিয়াজ
ফোনালাপের পর বাইডেন জানান, চমৎকার আলাপ হয়েছে। নেতানিয়াহু জানায়, দু’নেতার প্রায় এক ঘণ্টা কথা হয়েছে। ইসরাইলের দাবি, দুই নেতা ইরানের চলমান হুমকি মোকাবিলায় পরামর্শ বিনিময় করেন। পাশাপাশি, ইসরাইলের সঙ্গে আরব ও মুসলিম দেশের সম্পর্কের নানা বিষয়ও উঠে আসে সেখানে।
চীনের বিরুদ্ধে ফের কঠোর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। দেশটিকে সতর্ক করে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য বেইজিংকে চড়া মূল্য দিতে হবে। মঙ্গলবার সিএনএনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন ইস্যুতে এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, মানবাধিকারের পক্ষে দাঁড়াতে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক ভূমিকায় ফিরবে। এ সময় আন্তর্জাতিক সম্প্র্রদায়কে উইঘুরদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য