মশা নিধনে সোমবার থেকে ক্রাশ প্রোগাম শুরু: মেয়র আতিক
ভারতের পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রীর গাড়ী লক্ষ্য করে বোমা হামলা
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের গাড়ি লক্ষ্য করে বুধবার বোমা হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এছাড়াও তার সঙ্গে থাকা আরো ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইকোনোমিক টাইমস।
স্থানীয় পুলিশের বরাতে গণমাধ্যমটি জানায়, বুধবার রাতে কলকাতার উদ্দেশে রওনা হয়েছিলেন প্রতিমন্ত্রী। তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরার জন্য নিমতিতা স্টেশনে যাচ্ছিলেন জাকির। কিন্তু স্টেশনের কাছে নিজের গাড়ি থেকে নামা মাত্রই তাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুবৃত্তরা। এ ঘটনায় প্রতিমন্ত্রীসহ বেশ কয়েকজন আহত হন।
বিয়েতে গান বাজনা বন্ধ করে কুরআন তেলাওয়াত
বিয়ে করিনি গোপনও রাখিনি : মেহ্জাবীন
নগ্ন ভিডিও ছড়িয়ে তরুণীর দুই বিয়ে ভাঙ্গলেন ভণ্ড প্রেমিক
ফেরদৌস নয় তাজউদ্দীন হচ্ছেন রিয়াজ
তাৎক্ষণিকভাবে জাকিরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ঘটনাটিকে পরিকল্পিত হামলার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আর এর পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ রয়েছে বলে অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য