নিজের বাবা-মা ও সাতজনকে হত্যা, ফাঁসি হতে পারে শবনমের

নিজের বাবা-মা ও সাতজনকে হত্যা, ফাঁসি হতে পারে শবনমের

Other

স্বাধীন ভারতে প্রথম মহিলা হিসেবে ফাঁসি হতে পারে ভারতের উত্তরপ্রদেশের শবনম আলির। ২০০৮ সালে নিজের পরিবারের সদস্যদের খুনের ঘটনায় দণ্ডিত হয়েছিলেন তিনি।

এরিমাঝে শবনমের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাজ্যপাল এবং রাষ্ট্রপতি। মৃত্যু পরোয়ানা জারির পরই সম্ভবত তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

২০০৮ সালের ১৪ এপ্রিল প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে নিজের বাবা-মা সহ পরিবারের সাতজন সদস্যকে হত্যা করে শবনম।

আরও পড়ুন:


স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া, প্রেমিক ধরা

পরকীয়া প্রেমিকের হারিয়ে যাওয়া ফোনে স্বামী হত্যার রহস্য ফাঁস

পরকীয়া প্রেমিকাসহ ধরা যুবদল নেতা

পরকীয়া প্রেম: রাতভর আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ


২০১০ সালে আমরোহার নিম্ন আদালত শবনম এবং সেলিমকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল। পরে এলাহাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও আবেদন করে তারা। তবে গেল বছরের জানুয়ারিতে তা খারিজ হয়ে যায়।

news24bd.tv তৌহিদ