চাকরি ইস্তফা দিলেন সেই তানিয়া

চাকরি ইস্তফা দিলেন সেই তানিয়া

অনলাইন ডেস্ক

তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর যুক্তরাষ্ট্রে থাকা টাঙ্গাইলের মির্জাপুরের সহকারী শিক্ষক তানিয়া রহমান চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন। এ ব্যাপারে গত ১৬ ফেব্রুয়ারি নিউজ টোয়েন্টিফোরে ‘তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর যাবত যুক্তরাষ্ট্রে শিক্ষিকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, তানিয়া রহমান ২০১৯ সালের ৩ জুলাই থেকে ২ অক্টোবর পর্যন্ত ব্যক্তিগত সমস্যা দেখিয়ে স্কুল থেকে ছুটি নেন।

ছুটি নিয়ে ওই বছরের ২ জুলাই সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর থেকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ নেই এই শিক্ষিকার।

আরও পড়ুন:


স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া, প্রেমিক ধরা

পরকীয়া প্রেমিকের হারিয়ে যাওয়া ফোনে স্বামী হত্যার রহস্য ফাঁস

পরকীয়া প্রেমিকাসহ ধরা যুবদল নেতা

পরকীয়া প্রেম: রাতভর আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ


উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় পত্র পাঠালেও কেউ তা গ্রহণ করেনি বলে উপজেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে।

সর্বশেষ তানিয়া রহমানের ঠিকানায় ২৩ জুলাই ২০২০ তারিখে কৈফিয়ত চেয়ে পত্র পাঠায় উপজেলা শিক্ষা অফিস।

ওই পত্রটিও কেউ গ্রহণ করেননি বলে জানা গেছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলুয়ারা বেগমের সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি জানান, ওই শিক্ষিকার অনুপস্থিতির ঘটনাটি উপজেলা শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন বলেন, সহকারী শিক্ষক তানিয়া রহমান তিন মাসের ছুটি নিয়ে আমেরিকা চলে যান। দীর্ঘ দেড় বছর পর তিনি তার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

news24bd.tv তৌহিদ