চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা, সবাই পালালেও ধরা এক ‌‘প্রতারক’
সাতক্ষীরায় গোয়েন্দা পরিচয়ে প্রতারণা

চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা, সবাই পালালেও ধরা এক ‌‘প্রতারক’

Other

গোয়েন্দার মিথ্যা পরিচয় দিয়ে এক নারী সৈনিকের বাড়িতে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে এক প্রতারক।

গ্রামবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গ্রেপ্তার প্রতারকের নাম মো. নাসির। তিনি সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে।

বাঁশদহা ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল হাসান জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে তার ইউনিয়নের পাঁচরকি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সেনা সদস্য মিতার বাড়িতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে কয়েক যুবক আসে। তারা মিতা খাতুন ও তার বাবাকে ডেকে তুলে একটি বিশেষ বিষয়ে তদন্তের কথা বলে সৈনিক মিতার মোবাইল ফোনটি হাতে নেয়।

আরও পড়ুন:


ধর্মীয় পরিচয় গোপন করে তরুণীকে বিয়ে, অতঃপর যা ঘটল

ছাত্রদল নেতার কাণ্ড, স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে কিশোরীর সঙ্গে ‌‘প্রেম ও ধর্ষণ’

ধর্ম পরিচয় গোপন রেখে ধর্ষণ, ভিডিও দেখিয়ে ৫ বার ধর্ষণ

স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া, প্রেমিক ধরা

পরকীয়া প্রেমিকের হারিয়ে যাওয়া ফোনে স্বামী হত্যার রহস্য ফাঁস

পরকীয়া প্রেমিকাসহ ধরা যুবদল নেতা

পরকীয়া প্রেম: রাতভর আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ


এক পর্যায়ে তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় মোটরসাইকেল নিয়ে কয়েকজন প্রতারক পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়ে একজন।

গ্রামবাসী তাকে গণধোলাই দেয়। পরে তাকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বোরহানউদ্দিন জানান, এ বিষয়ে মিতার বাবা মো, রফিকুল ইসলাম একটি মামলা দিয়েছেন। সেটি রেকর্ডের প্রক্রিয়া চলছে।

news24bd.tv তৌহিদ