মালালাকে আবারও হত্যার হুমকি

মালালাকে আবারও হত্যার হুমকি

অনলাইন ডেস্ক

আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তরুণী মালালা ইউসুফজাইকে। টুইটারে তাকে এই হুমকি দেয় তহরিক-ই-তালিবান পাকিস্তান

সরাসরি টুইটারে হুমকি দিয়ে তহরিক-ই-তালিবান পাকিস্তান-এর প্রাক্তন মুখপাত্র এহসান জানিয়েছে, পরের বার আর কোনো ভুল হবে না। অর্থাৎ আবারও মালালাকে গুলি করার সুযোগ পেলে সে লক্ষ্যভেদ করবে।

 

এই ভয়ংকর হুমকির পরে তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।


১৪ বছরের গরুর বিশ্বরেকর্ড!

মিয়ানমারে গাড়ি নষ্টের অজুহাতে সড়ক অবরোধ

অবশেষে জনসম্মুখে কিম জং উনের স্ত্রী

শূকর ব্যবসায় অর্জিত অর্থ খেয়ে গেল উইপোকায়!


এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মালালা টুইটে লেখেন, এক তহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রাক্তন মুখপাত্র আমার ও আরও অনেক নিরীহ মানুষের ওপরে হামলার দায় স্বীকার করেছে। এবার সে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হুমকি দিতে শুরু করেছে।

এর আগে ২০১২ সালে নোবেলজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাইকে গুলি করেছিল এক সন্ত্রাসবাদী।

news24bd.tv / নকিব